মুরারিচাঁদ কলেজের শহীদ মিনারের সামনে বহিরাগত সাব্বির নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গত ১৬ মার্চ বেলা আনুমানিক আড়াইটার দিকে তারই বান্ধবীর সাথে অশ্লীল কার্যকলাপে হাতে-নাতে ধরে গণপিটুনি দেন কলেজ শিক্ষার্থীরা।
কলেজ শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, সাব্বির নামের ঐ ব্যক্তি সব সময় মাদক সেবন করে।
প্রায়ই সে কলেজের ভিতরে বহিরাগত বান্ধবী নিয়ে ঘুরাফেরা করে থাকে। তার এই অবাধ চলাফেরার কারনে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোব্ধ। গত ১৬ মার্চ বেলা আড়াইটার দিকে তাকে তার বান্ধবীর সাথে অশ্লীল কার্যকলাপে বাধা দেওয়া হলে সে টিলাগড়ের মজিদ ডাকাতের নাতি বলে হুমকি প্রদান করেন। এসময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে গণপিটুনি দিয়ে তাকে কলেজ থেকে বের করে দেয় এবং তার সাথে থাকা মোটর সাইকেল তারই আরেক বন্ধুর কাছে দেওয়া হয়।
এব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করে তিনি জানান, যাকে মারধর করা হয়েছে সে আমাদের কলেজের কোন ছাত্র নয়। কলেজের শহীদ মিনারের সামনে এক বহিরাগত ব্যক্তি গণপিটুনি দিয়ে কলেজ থেকে বের করে দেয় শিক্ষার্থীরা।
সিলেট শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুমর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি