অনলাইন ডেস্ক
: মিডিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের মধ্যেই গুরুত্বপূর্ণ তিনটি মার্কিন সংবাদমাধ্যমের ১৬ জন রিপোর্টারকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বেইজিং। গতকাল মঙ্গলবার মধ্যরাতে চীন কর্তৃক এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে কর্মরত মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস, দি ওয়াশিংটন পোস্ট এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের প্রতিবেদন তৈরি থামিয়ে দিতে হবে।
এ ছাড়াও ভয়েস অব আমেরিকা ও টাইম ম্যাগাজিনকেও তাদের কার্যক্রমের বিস্তারিত চীনা সরকারকে জানাতে হবে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পাঁচটি রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠানে দেশটির নাগরিকদের সংখ্যা সীমিত করার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে চীনের প্রশাসন।
মার্কিন সাংবাদিকদের বলা হয়েছে, যাদের অনুমতির মেয়াদ ২০২০ সাল পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যাবে তাদেরকে মঙ্গলবার থেকে চার কর্মদিবসের মধ্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত এবং ১০ দিনের মধ্যে প্রেস কার্ড চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে।
প্রতিনিধি