অনলাইন ডেস্ক
: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যের ৯ মাস বয়সী এক শিশু। দেশটিতে করোনা আক্রান্ত দ্বিতীয় শিশু হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। ক্যাসিয়ান কোয়েটস নামের ঐ শিশুর বেশ কিছুদিন ধরে জ্বর এবং ঠান্ডা ছিলো। এরপর বাবা মা তাকে হাসপাতালে নিয়ে এসে মেডিক্যাল পরীক্ষা করালে তার করোনা পজিটিভ ধরা পরে।
ছোট শিশুর করোনা পজিটিভ আসার খবরে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা মা। আক্রান্ত শিশুর মা বলছেন, ‘আমরা খুব অবাক হয়েছি আমাদের ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসক মেডিক্যাল পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছে। আমরা ভেবেছিলাম সামান্য ঠান্ডা জ্বর হয়েছে আমাদের ছেলের। ’ শিশুর করোনা নিশ্চিতের পর থেকে শুরু হয়েছে চিকিৎসা। শিশুটির বাবা মা ম্যানচেস্টারের বাড়িতে সেল্ফ কোয়ারেন্টাইনে গেছেন। তবে অবাক করা বিষয় হলো ৯ মাস বয়সী এই শিশুর বাবা মা কেউই করোনায় আক্রান্ত নন।
এর আগে যুক্তরাজ্যে নবজাতক শিশুর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ওই শিশুকে সুস্থ বলে জানানো হয়। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন এবং মরণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন ৭১ জন মানুষ।
প্রতিনিধি