করোনা আতঙ্কে জড়সড় মালাইকা অরোরা। বাড়ির মধ্যেই নিজেকে বন্ধ করে ফেললেন তিনি। মুম্বইতে নিজের ফ্ল্যাটে এখন সময় কাটাচ্ছেন। সমস্ত শুটিং বাতিল করে আপাতত ছেলের সঙ্গে সময় কাটছে বলিউডের এই অভিনেত্রীর।
সেই আভাসও ভক্তদের দিয়েছেন মালাইকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, নিজের পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন। মালাইকার ছেলে আরহানই মায়ের সেই ছবি তুলে দিয়েছেন বলে জানান আরবাজ খানের প্রাক্তন স্ত্রী।
এদিকে করোনা আতঙ্কের জেরে বলিউড, টলিউডের বেশিরভাগ সিনেমা, ধাবাহিকের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ‘সূর্যবংশী’সহ একাধিক সিনেমার মুক্তির তারিখও দেওয়া হয়েছে পিছিয়ে। সেই সঙ্গে বাতিল করা হয়েছে বিভিন্ন শো-ও। যার জেরে ইতিমধ্যেই বলিউডের ৮০০ কোটির ধাক্কা লেগেছে বলে খবর।
প্রতিনিধি