অনলাইন ডেস্ক
: নেই মেনসে নামে এক আদিবাসী গোষ্ঠীর সদস্য আম শালেম সিংসন (২৮)। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। গত তিন বছর আগে গিয়েছিলেন ইজরায়েলে।সাম্প্রতিক সেখানে বেধড়ক মারধরের শিকার হয়েছেন তিনি। কারণ, করোনাভাইরাস। চেহারা চীনাদের মতো হওয়ায় এই বিদ্বেষের শিকার তিনি। অহেতুক কোনো কারণে নয়, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছড়িয়েছে ইজরায়েলেও। যে কারণে মারধরের শিকার হন আম শালেম সিংসন।
ইজরায়েলিদের অনেকেরই ভাবনা, চীনারাই মহামারি করোনাভাইরাসের জন্য দায়ী। যে কারণে তাদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে দেশটিতে। ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুকে গুরুতর আঘাত নিয়ে সিংসন ইজরায়েলের পোরিয়া হাসপাতালে ভর্তি আছেন। দেশটির দুই যুবক তাকে প্রচণ্ড মারধর করেন। সিংসন পুলিশকে জানিয়েছেন, তিনি আক্রমণকারীদের বোঝাতে চেষ্টা করেছিলেন, তার কোভিড-১৯ রোগ হয়নি। তিনি চীনা নাগরিকও নন। কিন্তু তারা কোনো কথা শোনেনি। তাকে মারধরকারী ওই দুই যুবককে খুঁজছে পুলিশ।
ভারতের মণিপুর ও মিজোরামে নেই মেনসে গোষ্ঠীর বসবাস। শাভেই ইজরায়েল নামে একটি সংস্থা ইহুদি রাষ্ট্রটিতে ওই গোষ্ঠীর সদস্যদের অভিবাসনের ব্যবস্থা করে। সিংসনকে মারধরের ঘটনায় নিন্দা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাইকেন ফ্রিউন্ড। তিনি বলেন, ‘এ ধরনের জাতিবিদ্বেষী হামলা হবে আমরা ভাবতেই পারিনি। আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ইজরায়েলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৩০৪ জন শনাক্ত হয়েছেন। যদিও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি দেশটিতে।
প্রতিনিধি