করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটে তিন ব্যক্তিকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে দুজন প্রথমে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। পরে তাদেরকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা তিন ব্যক্তির মধ্যে একজন ফ্রান্স প্রবাসী। তিনি গত ৪ মার্চ দেশে আসেন। এর পর থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভোগছিলেন। গত বৃহস্পতিবার থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সুশান্ত কুমার মহাপাত্র জানান, গতকাল শনিবার একজন সৌদিআরব থেকে আসেন। আজকে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার জ্বর ও কাশি আছে। এছাড়া আরেক ব্যক্তি কয়েক দিন আগে ইতালিফেরত এক আত্মীয়ের সাথে দেখা করার পরে জ্বরে আক্রান্ত হন। শনিবার থেকে তিনি হাসপাতালে আছেন। তবে ওই ইতালি প্রবাসী ভালো আছেন।
শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র আরো জানান, এ তিন ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে না। কারণ, রক্তের নমুনা পরীক্ষার বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর কিছ ক্রাইটেরিয়া আছে।
প্রসঙ্গত, এর আগে সিলেটে আরব আমিরাতফেরত এক পুরুষ ও সৌদিফেরত এক মহিলাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাস না পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।
প্রতিনিধি