প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাংলাদেশে এখনও স্কুল বন্ধের পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে আবারও জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এখনও স্কুল বন্ধ করার ঘটনা ঘটেনি, আমাদের সতর্ক হতে হবে।
কেউ আতঙ্কিত হবেন না। পরিস্থিতি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে করোনার কোনো সংক্রমণ নেই। বিদেশ থেকে আসা ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করছি আমরা।
প্রতিনিধি