Home » করোনাভাইরাস : ইতালি থেকে ভারতে ফিরেছে ২২০ জন

করোনাভাইরাস : ইতালি থেকে ভারতে ফিরেছে ২২০ জন

অনলাইন ডেস্ক

: ইতালি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে ২২০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছে। এর মধ্যে ২১১ জনই শিক্ষার্থী। আরও আগেই তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের ফ্লাইট বাতিল হয়েছিল।স্থানীয় সময় রোববার সকালে তারা দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানে করে আসা যাত্রীরা তাদের দেশে পৌঁছানোর পেছনে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।সম্প্রতি করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ইউরোপকে প্রাণঘাতী এ ভাইরাসের মহামারির ‘কেন্দ্রস্থল’ হিসেবেও ঘোষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন ঘোষণার পরেই ভারত তাদের দুই শতাধিক নাগরিককে ইতালি থেকে ফিরিয়ে আনল।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ১৫৭ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৪৪১ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ১ হাজার ৯৬৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শুধুমাত্র শনিবার একদিনেই ইতালিতে নতুন করে ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৯৭। অপরদিকে ভারতেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৩১ জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ১৪ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। অপরদিকে কেরালায় ২২ জন এবং উত্তর প্রদেশে ১১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া হরিয়ানায় আক্রান্ত ১৪ জনই বিদেশি নাগরিক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *