Home » ইরাকে মার্কিন সেনা ঘাটিতে আবারও রকেট হামলা

ইরাকে মার্কিন সেনা ঘাটিতে আবারও রকেট হামলা

অনলাইন ডেস্ক

: ইরাকে এক সপ্তাহের ব্যবধানে আবারও রকেট হামলা চালানো হয়েছে বাগদাদের তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে।মার্কিন সেনাদের লক্ষ্য করে ওই ঘাঁটিতে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। খবর আল-জাজিরার।প্রতিবেদনে বলা হয়, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল।

তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।এর আগে গত বুধবার তাজি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপরে একই ধরনের রকেট হামলা হয়েছিল। সেসময় তিন সেনা নিহত হন।

এদিকে বুধবারের হামলায় জড়িতদের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি অস্বীকার করেছে তেহরান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *