অনলাইন ডেস্ক
: চীন ও ইতালির পর করোনাভাইরাস সবচেয়ে খারাপ অবস্থা মধ্যপ্রাচ্যের দেশ ইরানের। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে মৃত্য হয়েছে ৬১১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টা প্রাণ হারিয়েছে ৯৭ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯২ জনে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। অন্যান্য দেশের তুলনায় ইরানে সরকারি কর্মকর্তাদের আক্রান্তের হার বেশি। এখন পর্যন্ত কমপক্ষে সাতজন শীর্ষ কর্মকর্তা মারা গেছেন দেশটিতে।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ ভাইরাসে পাঁচ হাজার ৪৩৬ জন মারা গেছেন। আক্রান্তের ঘটনা এক লাখ ৪৫ হাজার ৬৯৮টি। তবে আক্রান্তদের মধ্যে ৭২ হাজার ৫৫০ জন সুস্থ হয়েছেন।
প্রতিনিধি