অনলাইন ডেস্ক
: করোনাভাইরাসের আতঙ্কে আগামী সোমবার থেকে সমস্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত স্কুল ও মাদ্রাসা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আর পশ্চিমবঙ্গে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেগুলো অনুষ্ঠিত হয়নি সেগুলো বাতিল করা হয়েছে।
ভারতে করোনাভাইরাস হানা দিলেও পশ্চিমবঙ্গে এখনো করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। করোনাভাইরাস মোকাবিলায় এ রাজ্যটি কঠোর সতর্কতায় রয়েছে। গতকাল শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনাভাইরাসে সতর্কতা হিসেবে পাঁচ মিটার দূরত্ব বজায় রেখে কথা বলার নির্দেশ দিয়েছেন।