Home » বিয়ে দিতে রাজি না হওয়ায় বিষপানঃ মারা গেলো প্রেমিকও

বিয়ে দিতে রাজি না হওয়ায় বিষপানঃ মারা গেলো প্রেমিকও

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের সম্পর্ক মেনে নিয়ে পারিবারিকভাবে বিয়েতে রাজি না হওয়ায় বিষপানের ৩৬ ঘন্টার ব্যবধানে প্রেমিকা-প্রেমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে প্রেমিক প্রকাশ বিশ্বাস (১৭) মারা যায়। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা পূজা বৈরাগী (১৪) মারা যায়।

পূঁজা ওই উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং প্রকাশ একই উপজেলার রতনপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।  এর আগে বৃহস্পতিবার রাতে ওই প্রেমিক জুটিকে অসুস্থাবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে প্রকাশকে নগরীর বান্দ রোড এলাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলে শনিবার সকালে সে মারা যায়।

পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ৯ মার্চ পূঁজার উপবৃত্তির টাকায় কেনা বিষপান করে তারা। মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কোতয়ালী থানার এসআই নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *