বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের সম্পর্ক মেনে নিয়ে পারিবারিকভাবে বিয়েতে রাজি না হওয়ায় বিষপানের ৩৬ ঘন্টার ব্যবধানে প্রেমিকা-প্রেমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে প্রেমিক প্রকাশ বিশ্বাস (১৭) মারা যায়। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা পূজা বৈরাগী (১৪) মারা যায়।
পূঁজা ওই উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং প্রকাশ একই উপজেলার রতনপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে ওই প্রেমিক জুটিকে অসুস্থাবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে প্রকাশকে নগরীর বান্দ রোড এলাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলে শনিবার সকালে সে মারা যায়।
পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ৯ মার্চ পূঁজার উপবৃত্তির টাকায় কেনা বিষপান করে তারা। মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কোতয়ালী থানার এসআই নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি