Home » করোনাভাইরাস : লন্ডনে কেড়ে নিলো সিলেটীর প্রাণ

করোনাভাইরাস : লন্ডনে কেড়ে নিলো সিলেটীর প্রাণ

যুক্তরাজ্যের লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সিলেটী মৃত্যুবরণ করেছেন। সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাট গ্রামে তার বাড়ি। ৬৬ বছর বয়সী এই ব্যক্তির নাম আফরোজ মিয়া। তার মরদেহ বর্তমানে রয়েল লন্ডন হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (স্থানীয় সময়) ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে করোনার সঙ্গে হাসপাতালে ৮ দিন যুদ্ধ করার পর মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, আফরোজ মিয়া ৬ মাস আগে বাংলাদেশ থেকে সফর করে যান। ৮ দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ঘাতক এই ব্যাধির সাথে ৮ দিন লড়াই করার পর অবশেষে শুক্রবার মারা যান তিনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১২ জন। এর মধ্যে দুজন বাংলাদেশী। সর্বশেষ নিহত ব্যক্তি হলেন গোলাপগঞ্জের বাগিরঘাট গ্রামের আফরোজ মিয়া।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *