জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর। ২০১৯-২০২০ মৌসুমের এই লিগকে নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’।
এবারও ডিপিএলের স্পন্সর থাকছে স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ওয়ালটন’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সম্মেলনে এসব কথা জানিয়েছেন।