অনলাইন ডেস্ক
: বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮১০ জন। করোনাভাইরাসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৭২ হাজার ৫৩১। চীন থেকে উৎপত্তি এই ভাইরাস ইতোমধ্যে পৌঁছে গেছে ১৪৫টি দেশ ও অঞ্চলে। এর মধ্যে করোনা ভয়াবহ রূপ নিয়েছে ইতালিতে। গেল এক দিনে দেশটিতে মারা গেছেন রেকর্ড ২৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ২৬৬ জন। আক্রান্ত ১৭ হাজার ৬৬০।
স্পেনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৫ হাজার ২৩২ জন। জরুরি অবস্থা জারি করেছে স্প্যানিশ সরকার। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ায় ভাইরাস ঠেকাতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের দিল্লিতে মারা গেছেন এক বয়স্ক নারী। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দুই।
ভাইরাস ঠেকাতে আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করেছে নেপাল। দেশটিতে প্রবেশকারীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ কানাডার পার্লামেন্ট।
এদিকে ইউরোপ এখন করোনাভাইরাসের মহামারীর কেন্দ্রবিন্দু বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় এখন পর্যন্ত বিশ্বজুড়ে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু একটি করুণ মাইলফলক বলে জানান, ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস।
প্রতিনিধি