অনলাইন ডেস্ক
: সড়ক ও আকাশপথের পর এবার বন্ধ হয়ে গেল ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ। করোনাভাইরাস ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে এক মাস বন্ধ থাকবে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা।
আজ শনিবার সকালে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেসের শেষ ট্রেনটি। তবে এই ট্রেনে সাধারণ বাংলাদেশি যাত্রীদের কেউ যেতে পারেননি।
জানা গেছে, ট্রেনে বাছাই করে কেবল বিশেষ ভিসাধারীদের উঠতে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা। যাত্রীদের বেশির ভাগই ছিলেন ভারতীয় নাগরিক, দেশে ফিরছেন তারা। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।
এর আগে গতকাল শুক্রবার রাতে মৈত্রী এক্সপ্রেস চলাচলে দুই দেশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী কর্মকর্তা কালীকান্ত ঘোষ জানান, ভারত-বাংলাদেশ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। এদিন সন্ধ্যায় তিনি জানিয়েছিলেন, ভারতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে না আনা পর্যন্ত ট্রেন বন্ধ হবে না।
কালীকান্ত ঘোষ আরও বলেছিলেন, যখন বাতিলের সিদ্ধান্ত হবে তখন টিকিট জমা দিলেই যাত্রীরা টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন। এ ব্যাপারে যাত্রীদের ভুল বুঝাবুঝি না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন তিনি। এর আগে শুক্রবার ভারতের সঙ্গে বন্ধ হয়ে যায় বিমান ও বাস চলাচল। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দুই দেশের যোগাযোগ।
প্রতিনিধি