Home » ভারতে বাংলাদেশিদের প্রবেশ বন্ধ হচ্ছে সন্ধ্যায়

ভারতে বাংলাদেশিদের প্রবেশ বন্ধ হচ্ছে সন্ধ্যায়

অনলাইন ডেস্ক

: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বিদেশিদের যাবতীয় ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এর ফলে শুক্রবার আন্তর্জাতিক সময় রাত ১২টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) থেকে ভারতে ঢুকতে পারবেন না কোনো বিদেশি নাগরিক। সে হিসেবে সন্ধ্যায় বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ভারতের সীমান্ত।

বেনাপোল-বাংলাবান্ধা-তামাবিলসহ সবগুলো বন্দরের অপরপ্রান্ত বন্ধ থাকবে অন্তত ১৫ এপ্রিল পর্যন্ত। যদিও আখাউড়া সীমান্তে বাংলাদেশিদের ভারতে প্রবেশ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণার পর বুধবার ভিসা স্থগিতের ওই সিদ্ধান্ত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কূটনীতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসা এই বিধি-নিষেধের আওতায় পড়বে না।

অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে এখনো ভারতীয়দের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। ভারতীয় পাসপোর্টধারী যে কেউ সীমান্ত পেরিয়ে উপযুক্ত ভিসার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *