অনলাইন ডেস্ক
: করোনা আতঙ্কে ট্রাম্পের জারি করা ইউরোপে ভ্রমণ নিষেধাজ্ঞা নেতিবাচক প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন হুশিয়ারি জারি করেছেন নাইজেরিয়ার বিখ্যাত ধর্মযাজক টি বি জশুয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের পেইজে লিখেছেন ট্রাম্পের উচিত ছিলো ভ্রমণে নিষেধাজ্ঞা জারি না করে প্রতিরোধের উপায় খুঁজে বের করা।
করোনা ঝড়ে এরই মধ্যে ইউরোপ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প। জশুয়া বলছেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ব। সেই সাথে এর প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনেও। চলতি মাস শেষ হওয়ার আগেই করোনা ঝড় থেকে যাবে বলে মন্তব্য তার।
প্রতিনিধি