Home » করোনাভাইরাস: পর্যটন ভিসা স্থগিত করল নেপাল

করোনাভাইরাস: পর্যটন ভিসা স্থগিত করল নেপাল

অনলাইন ডেস্ক

: করোনাভাইরাসের প্রভাবে সব দেশের জন্য পর্যটন ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল। আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল সময় পর্যন্ত কার্যকর থাকবে।

পাশাপাশি এভারেস্টসহ সব ধরনের পর্বতারোহণ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জরুরি এক সভার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। করোনাভাইরাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক মহামারী’ ঘোষণা দেওয়ার এক দিন পর এমন সিদ্ধান্ত এল দেশটি।

এ বিষয়ে দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, এ সিদ্ধান্ত আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল সময় পর্যন্ত কার্যকর থাকবে। আর সাময়িক ভিসা স্থগিতের বিষয়টিতে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত নন।

এর আগে বৃহস্পতিবার রাতে নেপালের উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রতিরক্ষা মন্ত্রী ঈশ্বর পোখরেল এমন সিদ্ধান্তের কথা জানান।

নেপাল শেষ খবর পর্যন্ত একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে ওই রোগী সুস্থ হয়ে উঠেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *