অনলাইন ডেস্ক
: ইরানে করোনাভাইরাসে আরো ৭৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২৯ জনে। দেশটিতে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭৫১ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে , ২৪ ঘণ্টায় করোনাতে ১ হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সবমিলিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৫ জন। গেলো বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা।
এরপর ইতালি, ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্সসহ বিশ্বের ১২৭ টি দেশে করোনা আঘাত হেনেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। এরপর ইরানে।
প্রতিনিধি