অনলাইন ডেস্ক
: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। নমুনা পরীক্ষায় তাকে তাকে পজিটিভ পাওয়া গেছে। স্থগিত হয়েছে আর্সেনাল বনাম ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের শনিবারের (১৪ মার্চ) ম্যাচ।
গানাররা ইতোমধ্যে রুদ্ধদ্বার করেছে অনুশীলন গ্রাউন্ড এবং যেসব ক্লাব কর্মকর্তারা আর্তেতার সংস্পর্শে ছিলেন তারা এখন তার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়া নিয়ে ৩৭ বছর বয়সী কোচ আর্তেতা বলেন, ‘এটা হতাশাজনক।’
‘শারীরিকভাবে দুর্বল অনুভব করার পর আমি পরীক্ষা করেছিলাম। আমি শিগগিরই কাজে ফিরব, ক্লাব যখন অনুমতি দেবে’, যোগ করেন আর্তেতা।
আর্সেনাল আশা করছে ক্লাবের ‘গুরুত্বপূর্ণ সংখ্যক লোক’ অন্যান্যদের সংস্পর্শ থেকে নিজেদের বিচ্ছিন্ন করবে ‘পূর্ণাঙ্গ প্রথম-দল স্কোয়াড’ গঠনের জন্য।
এদিকে করোনাভাইরারস প্রাদুর্ভাবের ঝুঁকি থেকে বাঁচার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিচ্ছে রুদ্ধদ্বার ম্যাচ আয়োজনের। শুক্রবার (১৩ মার্চ) ‘এক গুরুত্বপূর্ণ ক্লাব সভা’য় প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ ফিক্সচার নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
প্রতিনিধি