অনলাইন ডেস্ক
: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ায়। ভারতের কেরালায় ৭৬ বছর বয়সী এক ব্যক্তি প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। পাশপাশি দেশটির গণমাধ্যম এনডিটিভি তাদের অনলাইনে এক প্রতিবেদনে ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেরালায় ওই ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এনডিটিভি বলছে, দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এটিই প্রথম। যিনি মারা গেছেন, তিনি সৌদি আরবে প্রায় এক মাস ধরে অবস্থান করছিলেন। ২৯ ফেব্রুয়ারি তিনি ভারতে ফেরেন। হায়দরাবাদ বিমানবন্দরে তাকে পরীক্ষা হয়। কিন্তু সে সময় তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম সপ্তাহে (৫ মার্চ) ওই ব্যক্তি জ্বর ও কাশি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অ্যাজমা, হাইপারটেনশনের মতো অন্যান্য শারীরিক রোগেও তিনি ভুগছিলেন। তিন দিন পর তাকে হায়দরাবাদে একটি হাসপাতালে স্থানান্তর করে আবার তার শরীরে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। কিন্তু তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায় পরিবার। পরে মঙ্গলবার রাতে নিজ বাড়িতেই মারা যান ওই ব্যক্তি।
করোনাভাইরাসে মৃত্যুর কারণে ওই ব্যক্তির পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে ভারতের কেরালা, মহারাষ্ট্র, এবং উত্তরপ্রদেশে। তিনটি রাজ্যে মিলিয়ে ৩৮ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ৭০টি ঘটনা ঘটেছে। করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বুধবার সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। তবে কূটনৈতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, সরকারি, চাকরি ভিসায় ছাড় দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।
প্রতিনিধি