বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণার একদিন পর চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার সব ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, প্রয়োজন হলে অন্যান্য দেশের ভিসাও বন্ধ করবে বাংলাদেশ সরকার।
করোনাভাইরাসের কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পেছনে গণমাধ্যমের ভূমিকাকেও দায়ী করেন মোমেন। তিনি বলেন, ‘মিডিয়ার কারণে প্যানিক বেশি ছড়াচ্ছে। লজিক্যালি মৃত্যুর হার কম।’
বিদেশে অবস্থান করা বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা যে দেশে আছেন সে দেশেই অবস্থান করবেন। সেই দেশের পদক্ষেপ অনুসরণ করবেন। প্রয়োজনে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করবেন।
প্রতিনিধি