Home » করোনা আতঙ্কের মধ্যে টয়লেট পেপার নিয়ে তুমুল লড়ায়ে দুই নারী! (ভিডিও)

করোনা আতঙ্কের মধ্যে টয়লেট পেপার নিয়ে তুমুল লড়ায়ে দুই নারী! (ভিডিও)

অনলাইন ডেস্ক

: সবাই নিজেদের বাঁচাতে ব্যস্ত, অন্যের কথা ভাবার যেন কোনো সুযোগই নেই, তার জন্য হাতাহাতি করতেও পিছ পা হচ্ছেন না একদল নারী। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গত শনিবার অস্ট্রেলিয়ার একটি ডিপার্টমেন্টাল স্টোরে টয়লেট পেপার নিয়ে এ কাণ্ড ঘটে।
ভিওিতে দেখা যায়, ডিপার্টমেন্টাল স্টোরে টয়লেট পেপারের জন্য তাদের রীতিমতো যুদ্ধ করতে দেখা যাচ্ছে। এসময় আশপাশে কয়েকজন তাদের থামানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অনেক কষ্টে শেষপর্যন্ত তাদের বিরত করা যায়। ততক্ষণে ডিপার্টমেন্টাল স্টোরের নিরাপত্তা কর্মীরাও এসে গিয়েছেন।

ভিডিও থেকে বোঝা যাচ্ছে, এক দল নারী শপিং করতে এসে ডিপার্টমেন্টাল স্টোরে যত টয়লেট পেপার ছিল, সব ট্রলিতে ভরে নেন। পরে আসা আর এক নারী গোটা স্টোর খুঁজেও টয়লেট পেপার পাননি। তখনই সম্ভবত তিনি দেখতে পান, এক নারী ট্রলিতে সব টয়লেট পেপার নিয়ে চলে যাচ্ছেন। তিনি নিজের প্রয়োজনে কয়েকটি টয়লেট পেপার চান বা নিজেই ট্রলি থেকে নিতে যান। কিন্তু একটিও টয়লেট পেপার দিতে রাজি ছিলেন না ওই নারী। তখনই বাদানুবাদ থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই বিশ্বজুড়ে টয়লেট পেপারের চাহিদা বাড়ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *