রাজধানীর বাড্ডা অঞ্চলের বেরাইদে স্থানীয়দের ওপর হামলা ও বাস ভাঙচুর করেছে ইউনাইটেড গ্রুপের সন্ত্রাসীরা। গতরাতে এই হামলায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। জানা গেছে, গতকাল বাসে করে বাড়ি ফেরার পথে শাহজাদপুর এলাকার শেফ টেবিলের সামনে ইউনাইটেড গ্রুপের সন্ত্রাসীরা পরপর তিনটি বাসে হামলা ও বাসে অবস্থানকারী নিরীহ এলাকাবাসীকে বেধড়ক মারধর করে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আয়ূব আনসার মিন্টু অভিযোগ করেন, দীর্ঘদিন থেকেই নিরীহ এলাকাবাসীর জমি জোরপূর্বক দখল করে ইউনাইটেড গ্রুপ তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলছে। জোরপূর্বক অনেক জমি ভরাট করে দখল করার কারণেই এলাকাবাসীর সঙ্গে ইউনাইটেড গ্রুপের বিরোধ ছিলো। ধারণা করা হচ্ছে, এরই জের হিসেবে গ্রামবাসীর মধ্যে ভীতি সঞ্চার করতে এই হামলা চালানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন
প্রতিনিধি