Home » করোনা আতঙ্কে আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি বন্ধ

করোনা আতঙ্কে আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি বন্ধ

শুরুর আগেই ধাক্কা খেলে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ। করোনাভাইরাস আতঙ্কে ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আশ্বাস দিলেও শুরুর আগে ব্যাকফুটে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ। ২৪ মে পর্যন্ত ভারতের বিভিন্ন প্রান্তে চলার কথা ২০২০ আইপিএল।
সিএনবিসি-টিভি ১৮ খবর অনুযায়ী এই ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে শিবসেনা গভর্নমেন্ট। একত্রে বহু মানুষের সমাবেশে করোনাভাইরাস ছড়াতে পারে এই আতঙ্কে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ এশিয়ান দেশগুলোতে ভায়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। যদিও বিশ্বজুড়েই এই মরণ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত মারা গেছে ৪,৩৮৯ জন। আক্রান্তের সংখ্যা ১,২২, ২৮৯ জন। তবে প্রায় ৬৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ জন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *