মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬শ’ ৩৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৬৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে নতুন করে ১৯৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭ জন।
এদিকে, করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা।
বিশ্বব্যাপী ১২৪টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ২৬ হাজার ২৬৪ জন। আর মৃতের সংখ্যা ৪ হাজার ৬শ ৩৩ জন। তবে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬৮ হাজার ২৮৫ জন।
ইরানে নতুন করে ৬৩ জনসহ মৃতের সংখ্যা ৩৫৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৯৫৪ জন। এছাড়া, যুক্তরাজ্যে নতুন ২ জনসহ মৃত্যু হয়েছে আটজনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৬ জন।
স্পেনে নতুন করে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জন। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
আয়ারল্যান্ড ও বুলগেরিয়ায় করোনায় আক্রান্ত প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, আইভরিকোস্টে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে।
প্রতিনিধি