Home » ভারতে করোনা রুখতে গোমূত্র ও গোবরের তৈরি স্যানিটাইজার!

ভারতে করোনা রুখতে গোমূত্র ও গোবরের তৈরি স্যানিটাইজার!

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। এখনো এর সঠিক কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে ইতোমধ্যে ‘বৈশ্বিক মহামারি’ বলে ঘোষণা দিয়েছে। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়ে ৪ হাজার ২৯৯ জনের। ভারতেও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা একশর কাছাকাছি। প্রতিনিয়ত দেশটির বিভিন্ন রাজ্যে সংক্রমিত হচ্ছে এ ভাইরাসটি।

করোনাভাইরাসের যখন এই ভয়াবহ রূপ ঠিক তখনই ভারতের আসাম রাজ্যের বিধানসভার বিজেপি সদস্য সুমন হরিপ্রিয়া বলেছেন এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সক্ষম গোমূত্র ও গোবর।

বিজেপি নেতার এমন বক্তব্যের পরই সামনে আসলো গোমূত্র দিয়ে তৈরি স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি সাবান। অনলাইনে বিক্রি হচ্ছে এসব পণ্য। করোনা প্রদুর্ভাব রুখতে ভারতে এ পণ্যের চাহিদা ও বিক্রি বেড়েছে কয়েকগুণ। গোমূত্র দিয়ে তৈরি কাউপ্যাথি হ্যান্ড স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি ‘কাউপ্যাথি’ সাবান পাওয়া যাচ্ছে দেশটির বিভিন্ন ই-কমার্স সাইটে।

‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের বিবরণে লেখা,‘দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গাজল মেশানো হয়েছে। বিবরণে আরও বলা হয়েছে, ‘এতে কোনো অ্যালকোহল নেই। আপনার হাতকে এটা আর্দ্র ও কোমল রাখবে।’

যদিও এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ রুখেছে এমন কোনো প্রমাণ নেই। কিন্তু এই স্যানিটাইজার ও সাবার বিক্রি নিয়ে ভারতজুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে। ৫০ মিলিলিটারের দুইটি হ্যান্ড স্যানিটাইজারের দাম রাখা হয়েছে ১০০ টাকা। অন্যদিকে ‘কাউপ্যাথি’ নামের ছয়-সাতটি সাবান ২১০ টাকায় পাওয়া যাচ্ছে এসব ই-কমার্স সাইটে।

সূত্র: জাগো নিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *