শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম:
সিলেটের বিশ্বনাথে আফছর আলী (৩৫) নামে দুবাই প্রবাসীর লালসার শিকার হয়েছে এক কিশোরী (১৫)। আফছর আলী উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মছলম আলীর ছেলে। এঘটনায় কিশোরীর পিতা একই গ্রামের দিনমজুর তাহির আলী মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আফছরকে আটক করে পুলিশ।
গতকাল সকালে অভিযোগটি মামলা (নং-১৪) হিসেবে রেকর্ড করার পর ওইদিনই তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়। এর সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম।
মামলার এজাহারে প্রকাশ, প্রতিবেশী হওয়ার সুবাদে আফছর প্রায়ই তাদের ঘরে আসা-যাওয়া করত। গত ১৪ এপ্রিল শনিবার ঘরে একা পেয়ে তার ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে সে। ঘটনাটি গ্রামের কয়েক জন ব্যক্তিকে জানালে তারা এটি গোপন রাখতে বলেন এবং থানা পুলিশ জানাতে নিষেধও করেন।
![বিপ্র দাস বিশু বিত্রম](https://www.shuddhobarta24.com/wp-content/themes/shuddhobarta24/images/bipro.jpg)
নির্বাহী সম্পাদক