Home » যুক্তরাষ্ট্রে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১৯

যুক্তরাষ্ট্রে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১৯

অনলাইন ডেস্ক

: যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে। এ পর্যন্ত করেনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ জন। এর মধ্যে শুধুমাত্র ওয়াশিংটনে মৃতের সংখ্যা ১৬ জন। শনিবার এ তথ্য দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তজার্তিক গণমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের ৩১ টি অঙ্গারাজ্যে ৩৭২ জনকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলম্বিয়াসহ এ সংখ্যা দাড়িয়েছে ৪৪২ জনে। করোনা ভাইরাস শনাক্তে দেশটিতে এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৬১টি পরীক্ষা সম্পন্ন করেছে। ভাইরাস শনাক্তে প্রতিটি ব্যক্তিকে দুই দফায় পরীক্ষা করা হয়। এর একটি করা হয় নাকে এবং অন্যটি গলায়।

তবে গোটা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ঠিক কতজনকে পরীক্ষা করা হয়েছে সে সম্পর্কে তথ্য দিতে অপারগতার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এরই মধ্যে নিউ ইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। গেলো বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মধ্যে সারা বিশ্বে লাখো ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *