করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ইরাক ও ইরানে জুমার নামাজের জামাত বাতিল করা হয়েছে। শুক্রবার দেশ দু’টির অধিকাংশ মসজিদে জামাতে জুমার নামাজ পড়া হয়নি। বিবিসির জানিয়েছে, কর্তৃপক্ষের নির্দেশে ইরানের কয়েকটি শহর এবং ইরাকের কারবালায় শুক্রবার জুমার নামাজের জামাত বাতিল করা হয়।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় পবিত্র শহর কারবালায় শুক্রবারের নামাজ বাতিল করেছে শিয়া ধর্মীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছেন, বিরাজমান স্বাস্থ্য পরিস্থিতির কথা ভেবে এবং শহরের স্বাস্থ্য বিভাগের আহ্বান বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
ইরাক এই ভাইরাসে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইরান ও ইরাকের বিভিন্ন শহরে কমিয়ে দেয়া হচ্ছে অফিসের সময়, বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ সিনেমা এবং ক্যাফে-রেস্তোরাঁর মতো জনসমাগমের স্থানগুলো।
মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই প্রথম ব্যাপক আকারে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেবার পর – সেখান থেকেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে।
ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভাইরাস ছড়ানোর খবর পাওয়া গেছে যে সব দেশে তার মধ্যে আছে, সৌদি আরব, ইরাক, আফগানিস্তান, বাহরাইন, লেবানন, পাকিস্তান, কুয়েত, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।
সূত্র: যুগান্তর
প্রতিনিধি