তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পর দুই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে।
গুরুতর আহত হয়েছেন দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্য। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এটাকে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা বলেও অভিহিত করেছে কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি বার্গেস ডু লাক জেলায় কূটনৈতিক মিশনের কাছে আত্মঘাতী হামলা চালায়। এতে ঘটনাস্থলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলজাজিরা।
সূত্র: যুগান্তর
প্রতিনিধি