অনলাইন ডেস্ক
: সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৫ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে তিন হাজার দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জানা গেছে, আজ শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে এবং ইতালিতে একশ ৯৭ জন।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে প্রথম আক্রান্তের ঘটনা ঘটে। পরে এটি চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকে। এখন পর্যন্ত চীনের পর দক্ষিণ কোরিয়া, ইতালি এবং ইরান করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দু’শ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৪৯ জন আক্রান্ত হয়েছেন জাপানের যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেস এ যাত্রী হিসেবে থাকার পর কিংবা চীন থেকে ফিরে আসার পর। তবে এরই মধ্যে সে দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, ইলনয়িস, ইন্ডয়ানা, কেন্টুকি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নেভাদা, নিউ হাম্পশায়ার, নিউ জার্সি, নিউইয়র্ক, নর্থ ক্যারোলিনা, অর্গন, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, টেনেসি, টেক্সাস, ওয়াশিংটন এবং উইসকনসিন রাজ্যে করোনাথার থাবা পড়েছে।
যদিও একজনের মৃত্যুর পরই জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়া। তার পরেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
এদিকে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যুর জেরে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে ঠেকেছে। সে দেশে এখন পর্যন্ত চার হাজার ছয়শ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
প্রতিনিধি