সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রায় সর্বাধিক সহায়তা করছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিন দিন অর্থনীতির চাকাকে আরো অধিকতর শক্তিশালী করছে। নিজেদের ভোগ-বিলাস বির্সজন দিয়ে নিঃস্বার্থভাবে প্রিয়জন তথা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন এই প্রবাসীরা। এ সকল রেমিট্যান্স যোদ্ধারা বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসে সকল বাঁধা উপেক্ষা করে তারা গঠন করেছেন সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার প্রবাসি সমিতি’ যা প্রশংসার দাবী রাখে।
তিনি বৃহস্পতিবার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের মাঠে সাহেবের বাজার প্রবাসী সমিতির অভিষেক ও মা-মাটির টানে প্রবাসে বাংলার মুখ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, প্রবাসীরা মা-মাটির টানে তাদের পরিশ্রমের দ্বারা উপার্জিত অর্থ দিয়ে এলাকার উন্নতি, শান্তি ও সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি তাদের ভূয়াসী প্রশংসা করছি। সাহেবের বাজারের চিত্র এখন আর আগের মতো নেই, অনেকটা বদলে গেছে, প্রবাসীদের অর্থ হাসি ফুটাচ্ছে অসহায়-এতিম, মিসকিনের মুখে, গরিব মানুষ দিন দিন হয়ে উঠেছেন স্বাবলম্বী। রাজনীতিবিদদের পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করছেন সাহেব বাজারের প্রবাসীরা। আমি তাদের দীর্ঘায়ূ, সুস্থ্যতা ও নিরাপদ প্রবাসে জীবন প্রত্যাশা করছি।
দেশ সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জালাল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ইমরানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার আনসার আলী, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নুরুল আমিন, মুজিবুর রহমান, শ্রমিক নেতা নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মঈন উদ্দিন, হাফিজ আব্দুল মুমিন, উপস্থিত ছিলেন সাহেবের বাজার প্রবাসী সমিতির উপদেষ্টা হাবিবুর রহমান ধন মিয়া, মো. আব্দুজ জব্বার, কয়েছ আহমদ, সহ সভাপতি মো. শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, দেশ সমন্বয় কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি মো. আলা উদ্দিন, মো. দেলোয়ায়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ আল হেলাল, আব্দুস সালাম, মুক্তার হোসেন, অর্থ সম্পাদক তারেক আহমদ, সদস্য হাফিজ আব্দুর রব, মৌলভী রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন, সিরাজ উদ্দিন, হাফিজ শামীম আহমদ, হাফিজ আব্দুস সালাম, মো. আব্দুশ শহীদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যানকে ধুপালগুল সাহেবের বাজারের রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানান। সাহেবের বাজার প্রবাসী সমিতির প্রধান উপদেষ্টা মো. নরুল ইসলাম, উপদেষ্টা জাকারিয়া আহমদ আবুল, হাফিজ আব্দুল হেকিম, আব্দুস সাত্তার, রইছ আলী, হারুনুর রশীদ সওদাগর, মো. ইসমাইল আলী। সাহেবের বাজার প্রবাসী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক এম. ফখরল ইসলাম সোহাগ সুন্দরভাবে অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক