মৌলভীবাজারের জুড়ীতে পল্লী বিদ্যুৎ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে একটি বাড়ী সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে রকিব আলীর বাড়ীতে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে ঐ এলাকায় বিদ্যুৎ ছিলনা। সন্ধ্যার দিকে বিদ্যুৎ আসলে বাড়ীর লোকজন বাতি জ্বালানোর জন্য সুইচ দেন। সুইচ দিতেই বিদ্যুৎ লাইনে আগুন লেগে যায়।
মূহুর্তেই পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আগুনে পুড়ে রকিব আলীর ৫ কক্ষের পাকা বসত ঘরসহ সম্পূর্ন মালামাল ভস্মিভূত হয়।
প্রতিনিধি