করোনাভাইরাসের থাবায় চীন ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে দেশটিতে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়েছে। দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃতের সংখ্যা। চীনের বাইরে বিভিন্ন দেশে শতাধিক মানুষ মারা গেছেন।
কার্যত করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সেই আতঙ্কেই মানুষের ভীড় এড়িয়ে চলছেন অনেকেই, অনেকেই খুব দরকার ছাড়া যাচ্ছেন না এখানে-ওখানে, অনেকেই আবার বাসায় থেকে কাজ করা শুরু করেছেন করোনা আক্রান্ত হওয়ার ভয়ে। আবার বিশ্বের কয়েকটি দেশ তাদের নাগরিকদের অনুরোধ করেছেন হাত না মেলানোর জন্য। আর সেই আতঙ্কে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করেছেন ইরান ও তাজিকিস্তান।
জানা গেছে, ইরান করোনা সংক্রমণের পর বেশ কয়েকটি প্রধান শহরে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করেছে। প্রেসিডেন্ট হাসান রুহানি করোনাভাইরাস এখন বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া একটি ভাইরাস। এটা আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে, এককথায় সারা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়েছে এটি। এখন যত তাড়াতাড়ি সম্ভব একে প্রতিরোধের জন্য আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।
অন্যদিকে, করোনাভাইরাস আতঙ্কে মুসলিমদের বাড়িতেই নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে তাজিকিস্তান সরকার। পাশাপাশি জুমার নামাজও দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে। তবে তাজিকিস্তানে এখনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
প্রতিনিধি