Home » সিলেটের নাসুম টি-টোয়েন্টি দলে নতুন মুখ

সিলেটের নাসুম টি-টোয়েন্টি দলে নতুন মুখ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ঘোষিত দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার সিলেটের নাসুম আহমেদ। এছাড়া চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলেও ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

পাকিস্তানের বিপক্ষে হওয়া সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন। দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন। নেতৃত্বে আছেন যথারীতি মাহমুদউল্লাহ।

পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট পাঁচ ‘বিশেষজ্ঞ’ পেসার দলে টেনেছেন নির্বাচকেরা। মিডিয়াম পেস পারেন সৌম্য সরকারও। স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান, আমিনুল ইসলাম ও নাসুম। অর্থাৎ, ডান হাতি অফ স্পিনার, ডান হাতি লেগ স্পিনার ও বাঁহাতি স্পিনার দলে টেনেছেন নির্বাচকেরা।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নাসুম বেশ পরিচিত নাম। সিলেট বিভাগের এ স্পিনার খেলেছেন বিসিবির বয়সভিত্তিক দলে। এবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েও নজর কেড়েছেন ২৫ বছর বয়সী এ ক্রিকেটার। বঙ্গবন্ধু বিপিএলে নাসুম আহমেদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ টি ম্যাচ খেলেন। সেখানে ওভারপ্রতি ৭.২৬ রান দেওয়া নাসুম উইকেট পান ৬ টি। ১১ রান খরচে ২ উইকেট ছিল সেরা বোলিং ফিগার।

বঙ্গবন্ধু বিপিএল সহ সবমিলে ১৭ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন নাসুম আহমেদ, উইকেট পেয়েছেন ৮ টি। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ পল নিকসন নাসুমকে পাকিস্তানের ইমাদ ওয়াসিমের সঙ্গে তুলনা করেছিলেন। বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলেছিলেন নাসুম। জাতীয় দলের হয়ে সেরা একাদশে সুযোগ পেলে সেখানেও অধিনায়ক হিসাবে পাবেন মাহমুদউল্লাহ রিয়াদকেই।

টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই হবে ঢাকায়। প্রথমটি হবে ৯ মার্চ, দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১১ মার্চ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *