কুড়িগ্রাম জেলা জজ আদলতের সেরেস্তাদার ইউনুছ আলী খন্দকারের উপর অন্যায়ভাবে পুলিশী নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশ ব্যাপী নিন্দা ও প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও নিন্দা ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টা ৫ মিনিটের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সিলেট জেলা শাখার উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গন এ প্রতিবাদ সভা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সিলেট জেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিরে, সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি-১ রতিকান্ত দাসের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল কাদির, মোঃ আজাদ মিয়া, মোঃ ছয়েফ আহমদ, মোঃ জসিম উদ্দিন, জনার্ধন চক্রবর্তী, মোঃ আতাউর রহমান, শাহানা আক্তার, দীপংকর পাল, কজ্জল কান্তি চক্রবর্তী, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ ফাইজুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ খাইরুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন চৌধুরী, তাপস রঞ্জন তালুকদার, মোঃ সেলিম মিয়া, মোঃ কামাল উদ্দিন, মোঃ নারজেল হোসাইন, বোরহান আহমদ, সুব্রত কুমার সিংহ, বিরাজ কুমার দাস, আজম আলী, মোহাম্মদ আবু হাসনাত রিয়াজ, শাহিনা জাহান খান, কল্যাণী সরকার, সম্পাবর্ধন, কল্যানী সিনহা, সুপ্তিরানী পাল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত মাসের ২১ তারিখ রাতে কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তোদার মো. ইউনুছ আলী খন্দকারকে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর রহমান, ওসি তদন্ত রাজু আহমেদের নেতৃত্বে এসআই রমজান ও কাইয়ুম হত্যার উদ্দেশ্যে নিজ বাসা থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করে। বক্তারা বলেন, আমরা মনে করি পুলিশ জনগনের বন্ধু। কিন্তু কিছু উগ্রবাদী পুলিশ সদস্য বিচার বিভাগের সাথে পুলিশের দীর্ঘ দিনের সুসম্পর্ক নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার মো. ইউনুছ আলী খন্দকারের উপর হামলাকারী পুলিশ সদস্যদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক