সিলেটের টিলাগড় ইকো পার্কে ৩৩টি প্রাণী ও পাখির মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
একই সাথে প্রাণী ও পাখির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না আদালত তা জানতে চেয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে প্রাণী ও পাখির যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী অন্তর্ভুক্ত করে আলাদা বিশেষ দল গঠন করতে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।
আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথি হিসেবে তিনি গত ৩ মার্চ দ্য ডেইলি স্টারে ‘সিলেট ওয়াইল্ডলাইফ কনজারভেশন সেন্টার: অ্যা কনডেম সেল ফর অ্যানিমাল’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করেন।
প্রতিনিধি