অনলাইন ডেস্ক
: প্রাণঘাতী করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫০ জন ছাড়িয়েছে। বুধবার ম্যানহাটনের একজন অ্যাটর্নির মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী ও সন্তানেরাও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন ওয়াশিংটন রাজ্যে। ক্যালিফোর্নিয়ায় বুধবার ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে টেক্সাস এবং নেব্রাস্কাতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনা ভাইরাস শনাক্তে পুরো যুক্তরাষ্ট্রে পরীক্ষা ব্যবস্থা আরো জোরদার করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। এদিকে লস এঞ্জেলেসে ৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর স্বাস্থ্য জরুরী সর্তকতা জারি করা হয়েছে।