Home » মোবাইল ফোনও ছড়াতে পারে করোনাভাইরাস

মোবাইল ফোনও ছড়াতে পারে করোনাভাইরাস

অনলাইন ডেস্ক

: সারা বিশ্ব আতঙ্ক ছড়ানো মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য অন্যতম মাধ্যম মোবাইল ফোন। মোবাইলের স্ক্রিনের ওপর এই ভাইরাস এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বুধবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, যে কোনো শক্ত বস্তুর ওপর দেওয়া হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। আর যে কোনো শক্ত বস্তুর ওপর এই ভাইরাস অনায়াসে এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বিবেচনায় আমাদের হাতের মোবাইল ফোনের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। এ জন্য দিনে অন্তত দুই বার অ্যালকোহল টিস্যু দিয়ে মোবাইল ফোন পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উইলিয়াম কেভিল বলেন, ‘আপনি আপনার হাত ধুয়ে পরিষ্কার রাখতে পারেন। কিন্তু সংক্রমণের সম্ভাব্য পথ হচ্ছে আপনি যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনটি স্পর্শ করেন এবং সেই হাতে আপনার মুখ স্পর্শ করেন।’

‘লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন’ এবং ‘ইউনিভার্সিটি অব অ্যারিজোনা’ কর্তৃক ২০১১ সালে চালানো এক গবেষণার ফলাফলের পরিপ্রেক্ষিতে একটি সংবাদ প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’। ওই সংবাদের শিরোনাম ছিল ‘টয়লেটের তুলনায় ৭ শতাংশ বেশি নোংরা আপনার হাতের স্মার্টফোন’।

বিশ্বজুড়ে কোভিড-১৯–এ আক্রান্তের সংখ্যা এখন ৯৩ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। এর বেশির ভাগই চীনের। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়ায়। চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির পরিস্থিতি সবচেয়ে খারাপ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *