Home » সোবহানীঘাটে নালা দখল:পানি নিষ্কাশনে বাধা, উদ্ধারের দাবি

সোবহানীঘাটে নালা দখল:পানি নিষ্কাশনে বাধা, উদ্ধারের দাবি

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার মেহেরপুর হোটেলের পেছন দিয়ে প্রবাহিত সরকারি নালা জবর দখলের অভিযোগ ওঠেছে। সোবহানীঘাটের জমির উদ্দিন ও তার সহযোগীরা সরকারি এই নালা ভরাট করার ফলে নালাটি সংকুচিত হয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। নালা দিয়ে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতে না পারায় উক্ত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাতে করে এলাকাবাসীকে মারাত্নাক দূর্ভোগ পোহাতে হয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিকভাবে জানানো হলেও দখল মুক্ত হচ্ছেনা সরকারি এই নালা। সোবহানীঘাট এলাকাবাসী জানান সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার জে.এল নং ৯১ খতিয়ান নং ১ দাগ নং ৭৫৭২ স্থিত সরকারি নালাটি অবৈধভাবে ভরাট করে দখল করে নেওয়ার ফলে ধোপাদীঘি থেকে সোবহানীঘাট পুলিশ ফাড়ি সামন দিয়ে প্রবাহিত নালাটি এসব দখলদারদের কবলে পড়ে ক্রমেই ছোট আকার ধারণ করছে। সঠিকভাবে পানি চলাচল করেত না পারায় আশপাশ বাসাবাড়ির সামনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন ছড়া, নালা ও খাল উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগে গ্রহণ করেছেন। এ অবস্থায় সোবহানীঘাটের নালাটি উদ্ধার করার জন্য সিসিক কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। বিজ্ঞপ্তি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *