Home » দিল্লির সহিংসতায় পুলিশকে গুলি সেই তরুণ শাহরুখ গ্রেপ্তার

দিল্লির সহিংসতায় পুলিশকে গুলি সেই তরুণ শাহরুখ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

: সম্প্রতি ভারতের দিল্লিতে সহিংসতা চলাকালে একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে, এক তরুণ পুলিশের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ছে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই এ ঘটনাটি ঘটে ৷ মোহাম্মদ শাহরুখ নামের সেই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, উত্তরপ্রদেশের বরেলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতার সময় ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে শাহরুখের বিরুদ্ধে।

ক্যামেরায় ধরা পড়েছে, ২৪ ফেব্রুয়ারি একা পুলিশকর্মীকে পেয়ে তাঁর সঙ্গে হাতাহাতিতে জড়ায় এই তরুণ। এরপর শতাধিক মানুষের মধ্যে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে কয়েক রাউন্ড গুলি চালায় সে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক পুলিশকর্মীর মুখের দিকে বন্দুক তাক করতে দেখা গিয়েছে এই তাকে। গত সপ্তাহে খবর রটে যে তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কিন্তু তার কয়েকদিন পরই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শাহরুখের খোঁজ চলছে।

নাগরিকত্ব আইন নিয়ে গত সপ্তাহে হিংসার আগুনে জ্বলে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। রাস্তার ধারে দাঁড়ানো গাড়ি, বাইক, স্কুটি নির্বিচারে ভাঙচুর চালানো হয়। ভাঙাচোরা গাড়ি, বাইক, সাইকেল একত্রিত করে জ্যারিকেন থেকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের সামনেই। এ সবের মাঝেই হঠাৎ উদয় হয় শাহরুখের। পরনে নীল জিনস, লালচে মেরুন শার্ট। হাতে পিস্তল। কোনও কিছুর তোয়াক্কা না করে গুলি ছুড়তে থাকে। কখনও লক্ষ্য পুলিশ, কখনও বা শূন্যে। ক্রমাগত দিয়ে চলেছে হুমকি।

শুধু তাই-ই নয়, শাহরুখকে যখন দিল্লি পুলিশের কর্মীরা চ্যালেঞ্জ জানান, তখন সে পিস্তল তাক করে তাঁদের দিকেও। সংবাদমাধ্যমের সামনে পুরো ঘটনাটি ঘটে ৷

সে সময়েই রাস্তার ডিভাইডার টপকে তাকে গ্রেপ্তার করতে এগিয়ে আসেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতনলাল । এর পরের দৃশ্য দেখলে চমকে যেতে হয়। মুহূর্তের মধ্যেই রতনলালকে লক্ষ্য করে গুলি চালায় শাহরুখ। সেই গুলি লাগার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় জাফরাবাদের রাস্তায় লুটিয়ে পড়েন এই পুলিশ কর্মী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। পুলিশকর্মীর গুলি লাগার পরে তৈরি হওয়া গোলযোগের সুযোগে গা ঢাকা দেয় শাহরুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *