Home » বারহালের আবারও দুর্ধর্ষ ডাকাতি ৪ লক্ষ টাকার মালামাল লুট, মহিলাসহ আহত ৩

বারহালের আবারও দুর্ধর্ষ ডাকাতি ৪ লক্ষ টাকার মালামাল লুট, মহিলাসহ আহত ৩

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের ব্যবসায়ী শাবউদ্দীনের বাড়িতে গতকাল (র‌বিবার) রা‌তে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ২লক্ষ ৫০ হাজার টাকা, দেড় তোলা সোনা, দুটি মোবাইলসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে পা‌লি‌য়ে যায়৷ এসময় তাদের প্রতিরোধ করতে গিয়ে গৃহকর্তা শাবউদ্দীন, তার ভাই জাহাঙ্গীর ও মাতা আলেকজান বিবি ডাকাতদের আক্রমণে গুরুতর আহত হন।

গুরুতর আহত শাবউদ্দীন ও তার ভাই জাহাঙ্গীরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিরা‌তে পু‌লিশ ও জনগ‌ন এর পাহারা তাকাস‌ত্তেও এরকম ডাকা‌তি জনম‌নে আতঙ্ক বিরাজ কর‌ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *