প্রাণঘাতী করোনাভাইরাস এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে হানা দিয়েছে। নয়াদিল্লি ও তেলেঙ্গানায় নতুন করে দুইজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ খবর জানিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভারতে পাঁচজন আক্রান্ত হল। খবর এনডিটিভির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে নয়াদিল্লির রোগীর ইতালি বেড়াতে গিয়েছিল। আর তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক সময়ে দুবাই ভ্রমণের ইতিহাস রয়েছে। এছাড়া আরও বিস্তারিত তাদের ভ্রমণ ইতিহাস পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে কেরালায় তিন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া চীন থেকে আগত ভারতীয়দের কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরে কয়েক জনকে ছেড়েও দেয়া হয়েছে।
সূত্র: যুগান্তর
প্রতিনিধি