Home » উমাইরগাঁও এর সামাজিক সংগঠন ইসিডিএফ এর বনভোজন সফলভাবে সম্পন্ন

উমাইরগাঁও এর সামাজিক সংগঠন ইসিডিএফ এর বনভোজন সফলভাবে সম্পন্ন

সিলেট সদর উপজেলার উমাইর গাঁও এর সামাজিক সংগঠন “এডুকেশন এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফোরামের” ১ম বনভোজন সফলভাবে সম্পন্ন ।


২৮ ফেব্রুয়ারি ২০২০ লীপ ইয়ার স্মরনে শুক্রবার পর্যটন অঞ্চল জাফলং ও শ্রীপুর এ বনভোজন অনুষ্ঠিত হয় ।
সংগঠনের প্রবাসী সদস্য সহ প্রতিষ্ঠাকালীন সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় ও আর্থিক অর্থায়নে বনভোজন পরিচালনা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে । বনভোজনে আনন্দ বাড়ানোর জন্য আবৃতি, ছড়া, গান, সহ নানা প্রকার খেলাধুলা ইত্যাদি প্রতিযোগিতা মূলক সামাজিক অনুষ্টান পরিচালনা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *