সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে এই টিকিটে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা।
খেলার দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ১৫০ টাকা ও ক্লাব হাউজের ৩০০ টাকা।
আগামী রবিবার থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ মঙ্গল ও শুক্রবার।
প্রতিনিধি