রাজধানীর নিউ ইস্কাটনে ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহতের পরেরদিন আজ শুক্রবার আবারো বাসায় আগুনের ঘটনা ঘটেছে। সকালে মোহাম্মদপুরের একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মারা গেছেন মাবিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধা।
সকাল ৯টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ির ১৩/জি হোল্ডিংয়ে অবস্থিত ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাবিয়া চলৎশক্তি হারিয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন বলে জানান তিনি।
বজলুর রশিদ বলেন, বৃদ্ধার বিছানার সঙ্গে দুটি চিকিৎসা সরঞ্জাম ছিল, যেগুলো বিদ্যুতে চলে। সেই মেশিন থেকে শর্টসার্কিট হয়ে বিছানায় আগুন লাগে; তাতেই দগ্ধ হয়ে মারা যান তিনি। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ওই বাসায় পৌঁছান। তার আগেই স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে দুটি ঘরের বেশকিছু মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
মাবিয়ার স্বামী পরম আলী জানান, তিনি নিচে নেমেছিলেন চা খেতে। তাঁর ছেলের বউ বাসায় ছিলেন। ফিরে দেখেন এই অবস্থা। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শরীরের ঘা শুকানোর জন্য একটি মেশিন এবং থেরাপির জন্য একটি মেশিন তার স্ত্রীর বিছানার পাশে লাগানো ছিল।
সূত্র: কালের কণ্ঠ
প্রতিনিধি