Home » বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি কর্মবিরতিতে প্রশাসন অচল

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি কর্মবিরতিতে প্রশাসন অচল

পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতির ৩য় দিন ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর ১৩-১৬ গ্রেডের কর্মচারীগণ সকাল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস প্রাঙ্গণে কর্মবিরতি ও সভাবেশ করেন।

সারাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ১৩-১৬ গ্রেডের কর্মচারীগণ মাঠ প্রশাসনে পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবীতে এ কর্মবিরতি পালন করছেন।

বাবিককাকস, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে এবং জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন ও মো: আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভাবেশে বক্তব্য রাখেন সর্ব দিলীপ কুমার রায়, প্রফুল্ল কুমার নাথ, শীলা রাণী সূত্রধর, প্রবীর কুমার দাস, মো: খুর্শেদ আলম, অরুন দাস, এটিএম নয়ন মিয়া, মো: ইউনুছ আলী, অনন্ত বিজয় রায়, মো: ছয়ফুল আলম, মো: নুরুজ্জামান, সাব্বির আহমদ, কামরুল হোসেন প্রমূখ।

সভাবেশে বক্তারা বলেন যে, মাঠ প্রশাসনের ১৬ গ্রেডের একজন কর্মচারীকে পদোন্নতি ছাড়াই একই পদে দীর্ঘকাল চাকুরি করে অবসরে যেতে হচ্ছে। সরকারি চাকুরিতে পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মাঠ প্রশাসনে এর ব্যতিক্রম চিত্র পরিলক্ষিত হচ্ছে। সচিবালয়সহ অন্যান্য দপ্তরে সমপদে কর্মচারীরা যথাসময়ে পদোন্নতিসহ বেতন গ্রেডের সুবিধা ভোগ করলেও একই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে অভিন্ন সুযোগ সুবিধা থেকে মাঠ প্রশাসনের কর্মচারীরা বঞ্চিত। অথচ মাঠ প্রশাসনের কর্মচারীরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রুপকল্প ২০২১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তরেসমূহে যখন ডিজিটালের ছোঁয়া লাগেনি তখন মাঠ প্রশাসনের কর্মচারীরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে কাজ করেছিল বলে আজ রুপকল্প ২০২১ স্বপ্ন নয় সত্যে পরিণত হয়েছে।

অচিরেই দাবী বাস্তবায়িত না হলে ২৮ মার্চ মাঠ প্রশাসনের সকল কর্মচারীদের উপস্থিতিতে ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে লাগাতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *