উদীয়মান তরুণ প্রজন্মের একঝাঁক মানবতাবাদীদের সমন্বয়ে গঠিত সংগঠন গোলাপগঞ্জ তারণ্যের উদ্যোগে রোজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০ তাফিয়া জাসির নুরানি পাঠশালায় আয়োজন করা হলো শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা।
অনুষ্টানে লবিব খলিল জাসির এর সভাপতিত্বে স্টুডেন্ট ফোরাম এর সভাপতি সাইফুর রহমান পরিচালনা করেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব রুহেল আহমদ, বিশেষ অতিথি ছিলেন মানব কল্যান সংস্থা চেয়ারম্যান আহমেদুর রহমান খান হীনু, অরুণোদয় যুব সংঘের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শ্রী শান্ত দাশ, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপার্থী নাজমা আক্তার শেফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রাখাল দাস।
স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ তারুণ্য সভাপতি সাজন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুররব হুসেন সৌরভ, গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ডি এইচ মান্না, তারণ্যের সদস্য ছিলেন, রাজু, মুন্না রুহেল, জয়নুল, রনি, তাহের প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বক্তারা বলেন আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ, এরাই আগামীর একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মান করবে। তাই আসুন আমরা সবাই সামাজিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ মাতৃকার কল্যানে কাজ করি, গোলাপগঞ্জ তারণ্যের সকল সদস্যদের কে এরকম আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।